বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


থাইল্যান্ডে পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি হাদিয়া করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থাই সরকারের মুখপাত্র ঘোষণা করেছেন, সৌদি সরকার থাইল্যান্ডের মুসলমানদের জন্য পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি হাদিয়া করেছে।

থাই সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি দান করার জন্য সৌদি আরবের রাজাকে ধন্যবাদ জানিয়েছেন।

২৬ ফেব্রুয়ারি ব্যাংককে সৌদি দূতাবাস ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাই প্রতিনিধিদের কাছে পবিত্র কুরআনে এসকল পাণ্ডুলিপি হস্তান্তর করেন।

থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশের শিক্ষাবিদ এবং ধর্মীয় নেতাগণ সেদেশের মুসলমানদের পক্ষ থেকে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসমূহ গ্রহণ করেন।

সৌদি আরবের কিং ফাহদ অ্যাসেম্বলি পবিত্র কুরআনের এই কপিগুলো প্রকাশ করেছে। এসকল পাণ্ডুলিপি সাধারণত রমজানের আগে সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সারা বিশ্বের মুসলমানদের কাছে বিতরণ করে।

বিগত কয়েক বছর যাবত কিং ফাহদ অ্যাসেম্বলি প্রতি বছর ৭০ লাখ কপি থেকে প্রতি বছর ২ কোটি কপি মুদ্রণ ক্ষমতা বাড়িয়েছে। ২০২১ সালের শেষ নাগাদ, পবিত্র কুরআনের প্রায় সাড়ে ৩৪ কোটি কপি এই অ্যাসোসিয়েশন থেকে মুদ্রিত হয়েছিল এবং ৩ কোটি ২০ লাখের অধিক কপি বিশ্বজুড়ে মুসলমানদের হাদিয়া করা হয়েছে।

থাই সরকারের মুখপাত্র বলেছেন, কুরআনের উপহার দুই দেশের মধ্যে সহযোগিতা এবং সুসম্পর্কের বিষয়টি প্রমাণিত হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে বিভিন্ন ধর্মের সাথে একটি বহুত্ববাদী সমাজের প্রচারে থাইল্যান্ডের ভূমিকার গ্রহণযোগ্যতা ফুটে উঠেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ