আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এ পর্যন্ত দেশটির ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে ১৪ শিশুও রয়েছে।
স্থানীয় সময় রোববার এক বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর থেকে গত চারদিনে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ঘটনার পরিপেক্ষিতে এবার নিজ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ন্যাটোর সদস্যপদ চায় কসোভো।
দেশটি এমন এক সময় এই ঘোষণা দিল যখন ইউক্রেনে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা চলছে। এ নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
-এএ