হামযাহ আল মাহদী।। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী, শাহ ফাহদ কমপ্লেক্সের উর্ধ্বতন কর্মকর্তা ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ কেনিয়ায় পবিত্র কোরআনের ৩২,৭০০ কপি উপহার পাঠিয়েছেন।
আল আরাবিয়া জানায়, নাইরোবিতে সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন আবদুল্লাহ আল-সালমান পবিত্র কোরআনের এই কপি দুটি পবিত্র মসজিদের সেবক এর পক্ষ থেকে কেনিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এখন পর্যন্ত সৌদি আরব কেনিয়ায় পাঠানো কোরআনের কপির সংখ্যা ৭৩,০৫০ এ পৌঁছেছে। কোরআনুল কারিম বিতরণ অনুষ্ঠানে কেনিয়ার মুসলিমদের কাউন্সিলের সভাপতি হাসান অলি নাদোসহ অসংখ্য মুবাল্লিগ ও বিশিষ্ট ইসলামি রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, এই উপহারগুলো ইসলাম ও মুসলিম বিশ্বে মুসলমানদের সেবায় রাজ্যের খেদমতের একটি বাস্তব বহিঃপ্রকাশ। এটি সৌদি আরবের ঐতিহ্যকে স্মরণ করে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে কোরআন বিতরণের উপর নজরদারি করে। ইসলামি বিষয়ক ও দাওয়াহ মন্ত্রণালয়ের ভূমিকাও তুলে ধরা হয়। সূত্র: আল আরাবিয়া
-এটি