বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

হিজাব খুলতে বলায় চাকরি ছাড়লেন কলেজ শিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার হিজাব ইস্যুতে চাকরি ছেড়েছেন ভারতের কর্ণাটকের এক কলেজ শিক্ষিকা। কলেজে প্রবেশের সময় হিজাব খুলতে বলায় ‘আত্মসম্মান’ এর প্রসঙ্গ তুলে শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্ণাটকের তুমাকুরু এলাকার জেইন পিইউ কলেজের ইংরেজির অধ্যাপক চানদিনি জানান, তিনি প্রায় তিন বছর ধরে এই কলেজে চাকরি করছেন। কিন্তু এই প্রথম তাকে হিজাব খুলতে বলা হলো।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, আমি গত তিন বছর জেইন পিইউ কলেজে চাকরি করছি। এ পর্যন্ত কোনো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হইনি। কিন্তু গতকাল অধ্যক্ষ আমাকে বললেন আমি হিজার কিংবা কোনো ধর্মীয় চিহ্ন পরে পড়াতে পারব না। কিন্তু গত তিন বছর ধরে আমি তো হিজাব পড়েই পড়াচ্ছি। এই নতুন সিদ্ধান্ত আমার আত্মসম্মানে লেগেছে। তাই আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে।

এই আন্দোলনের ভিত্তিতে কয়েকজন ছাত্রী হিজাব ইস্যুতে কর্ণাটকের হাইকোর্টে পিটিশন দাখিল করেন। ওই পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার নির্দেশ দেন।

এদিকে, হাইকোর্টের ওই অন্তর্বর্তী রায়ের পর আগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না, তারাও ছাত্রীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়নি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ