আওয়ার ইসলাম ডেস্ক: গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হওয়ার নয় মাস পরে বৃহস্পতিবার গাজা সিটির বিখ্যাত বইয়ের দোকানটি পুনরায় চালু করা হয়েছে।
একটি আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে দোকানটির আগের সাইট থেকে প্রায় ২০০ মিটার দূরে এই নতুন ‘সামির মনসুর বুকশপ’টি চালু করা হয়েছে।
গাজা সিটির পশ্চিমে রিমাল জেলায় গত বছরের ১৮ মে ইসরায়েল বিমান হামলা চালিয়ে বইয়ে দোকানটি ধ্বংস করে দেয়।
বইয়ের দোকানটিতে স্কুলপাঠ্য ও কোরআন থেকে শুরু করে ইউরোপীয় ক্ল্যাসিক সাহিত্যের আরবি অনুবাদ পর্যন্ত সবকিছুই পাওয়া যেতো।
দোকানের মালিক সামির আল মনসুর বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। আমি খুব খুশি যে আমরা বইয়ের দোকানটি পুনরায় খুলতে সক্ষম হয়েছি।’
দুই তলার এই দোকানটির ১,০০০ বর্গমিটার জায়গা জুড়ে চার লাখ বই রাখা হয়েছে। আগের দোকানটির এই ভলিউম প্রায় ৪ গুণ বেশি। মনসুর জানান, এতে ব্যয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার।
অনেক লেখকসহ ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কৃতি মন্ত্রী আতেফ আবু সাইফসহ কয়েকশ’ লোক এই বইয়ের দোকানের উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
নতুন করে দোকানটি উদ্বোধনের ৩০ বছর আগে প্রথম গাজার এই বৃহত্তম বইয়ের দোকানটি চালু হয়েছিল।
এনটি