আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক আদেশের মাধ্যমে ২২ ফেব্রুয়ারিকে দেশটির প্রতিষ্ঠা দিবস ঘোষণা করেছেন।
এদিন রাষ্ট্রীয় ছুটিও ঘোষণা করেছেন তিনি। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী মাসের ২২ তারিখে প্রথম বারের মতো প্রতিষ্ঠা দিবস পালন করবে সৌদি আরব।
আজ বৃহস্পতিবার প্রকাশিত রাজকীয় এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়—১৭২৭ সালে ইমাম মোহাম্মদ ইবনে সৌদের হাতে প্রতিষ্ঠা পায় সৌদি রাষ্ট্র।
১৪৪৬ সালে ওয়াদি হানিফাহ অঞ্চলের দিরিয়া শহরে সৌদি আরবের শাসক রাজগোষ্ঠীর গোড়াপত্তন হয়। আরব উপদ্বীপে শান্তি ও ঐক্য ফিরিয়ে এনে ১৭২৭ সালে নগর রাষ্ট্রকে জাতি রাষ্ট্রে রূপ দেন ইমাম মোহাম্মদ ইবনে সৌদ। দুই শতাব্দি পর ১৯৩২ সালে এসে বাদশাহ আব্দুল আজিজ সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।
-এটি