আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ১৮ দিন ধরে কানাডা-আমেরিকার সীমান্তে আর রাজধানী অটোয়ার রাস্তায় অন্তত ৪০০ ট্রাক জড়ো করে বিক্ষোভ দেখাচ্ছেন কানাডার ট্রাক চালকদের একাংশ।
কানাডা সরকার আন্তর্জাতিক ট্রাক-চালকদের জন্যে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। পরিবহণ থমকে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বার জরুরি অবস্থা চালুর কথা ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
জাতির উদ্দেশে এক ভাষণে জরুরি অবস্থার কথা ঘোষণা করে ট্রুডো বলেছেন, ‘বেআইনি এবং বিপজ্জনক কাজকর্ম চালিয়ে যেতে দিতে পারি না’।
গত ৫০ বছরের মধ্যে এই প্রথম কানাডায় জরুরি অবস্থা জারি হল। দীর্ঘ পাঁচ দশক আগে কুইবেকে সন্ত্রাস দমন করতে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা জাস্টিন ট্রুডোর বাবা পিয়ার এলিয়ট ট্রুডো। জরুরি অবস্থা চলাকালীন সরকারের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকবে।
সরকার চাইলে বিক্ষোভকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন আটকে দিতে বা ‘ফ্রিজ’ করতে পারবে। যে কোনও জায়গায় জনসমাগমে লাগাম দিতে পারবে। মিছিল, প্রতিবাদ-সভার উপরে নিষেধাজ্ঞা জারি করা যাবে।
ট্রাকচালকেরা কথা না-শুনলে তাদের ট্রাক আটক করে রাস্তা খালি করতে পারবে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে এমনই অনেক ক্ষমতা প্রয়োগ করতে পারবে সরকার।
তবে ট্রুডো এবং তার একাধিক মন্ত্রী আশ্বাস দিয়েছেন, জরুরি অবস্থা প্রয়োগ করা হলেও কারও মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু সরকারের সমালোচকদের একাংশের মতে, আগেই যদি সেনার সাহায্যে বিক্ষোভ দমনে পদক্ষেপ নেওয়া হত তা হলে পরিস্থিতি এতটা গুরুতর হত না। জরুরি অবস্থাও ঘোষণা করতে হত না।
-এটি