আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত উভয়েরই অভিন্ন লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া।
আজ মঙ্গলবার আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে এই কথা বলেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা সকল ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো, বিমান চলাচল, ব্যাংকিং ও আর্থিক সংস্থানের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। তিনি আরো বলেন, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও বিনিয়োগ জোরদারের জন্য উভয়দেশের জোরদার ইচ্ছা রয়েছে।
বৈঠকে এরদোগান বলেন, সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলে তুরস্কের বিশেষ অংশীদার। দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার মধ্যেই প্রাইভেট সেক্টরে উভয়পক্ষের বাণিজ্য ও মুদ্রার সরবরাহ অব্যাহত ছিলো।
তিনি বলেন, আমি বিশ্বাস করি অল্প সময়ের মধ্যেই আমরা উল্লেখযোগ্য উন্নতি করবো। উচ্চ-প্রযুক্তি কোম্পানি ও নতুন উদ্যোগের ক্ষেত্রে আমিরাত আর্থিক সমর্থন ও সুবিধাজনক বিনিয়োগের সুযোগের প্রস্তাব দিয়েছে। গতিশীল তরুণ জনগণের সহায়তা নিয়ে তুরস্ক বৈশ্বিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যা উন্নতর প্রযুক্তির উন্নয়ন করছে।
এর আগে সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি পৌঁছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সর্বশেষ সফর করেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান প্রেসিডেন্ট এরদোগানকে আমিরাতের প্রেসিডেন্টের সরকারি প্রাসাদ ‘কাসর আল ওয়াতানে’ অভ্যর্থনা জানান।
পরে দুই নেতার নেতৃত্বে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকে উভয়পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও রক্ষায় বিষয়ে অনুধাবনে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নতির বিষয়ে মতবিনিময় করে।
বৈঠক শেষে উভয়পক্ষ মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিল্প, প্রযুক্তি, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, কৃষি, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশবিজ্ঞান, যোগাযোগ, আর্কাইভ ও যুব বিষয়ক চুক্তি রয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে তুরস্ক সফরে যান আমিরাতের কার্যত শাসক মোহাম্মদ বিন জায়েদ। তুরস্কের রাজধানী আঙ্কারায় ওই সফরে তিনি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেন এবং দেশটিতে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
এর আগে আরব বসন্তের জেরে প্রায় এক দশক সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্কে উত্তেজনা চলছিলো।
সূত্র: আনাদোলু এজেন্সি
-এটি