বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

হিজাব নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বললেন আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ভারতের নিউজ ১৮ এর সাংবাদিকের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি বলেন, আমাদের দেশের নারীরা বিবস্ত্র থাকেনা। এমনকি পুরুষরাও হিজাব ও পর্দা রক্ষা করে চলে। আমিও করি, আপনিও করেন। কেও লুঙ্গি পরে,কেও প্যান্ট পরে,কেও ধুতি পরে,কেও পাজামা পরে। এগুলো সবই হিজাব এবং পর্দা।

ধর্মীয় দৃষ্টিকোন থেকে হিজাব ও পর্দা সম্পর্কে কিছু বলবেন কি?

জবাবে তিনি বলেন, হিজাব! এটা শুধু ধর্মীয় বিষয় নয়। এটা শালিনতারও বিষয়। আমাদের ভূখন্ডের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য- আমাদের দেশের নারীরা বিবস্ত্র থাকেনা। এমনকি পুরুষরাও হিজাব ও পর্দা রক্ষা করে চলে। আমিও করি, আপনিও করেন। কেও লুঙ্গি পরে,কেও প্যান্ট পরে,কেও ধুতি পরে,কেও পাজামা পরে। এগুলো সবই হিজাব এবং পর্দা।

পর্দা কতটুকু জরুরি? সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যার মাঝে লজ্জা-শরম যতটুকু, তার জন্য ততটুকু প্রয়োজন। আর যে যতটুকু নির্লজ্জ, তার জন্য ততটুকু নিস্প্রয়োজন।

এদিকে আজ নতুন ভারত চলবে সংবিধান অনুযায়ী, শরীয়ত আইন অনুযায়ী নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তার দাবি, ‘গাজওয়া-ই-হিন্দ’ (চূড়ান্তভাবে ভারত জয়ের) স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সঙ্গে সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

উত্তরপ্রদেশ রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনে সোমবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিজ রাজ্যের নির্বাচন এবং দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চলমান হিজাব বিতর্কের মধ্যেই যোগী আদিত্যনাথ বিতর্কিত এই মন্তব্য করলেন।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি নতুন ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারত এটি। নতুন এই ভারতে সবার জন্য উন্নয়ন করা হবে এবং কারও তোষামোদের রাজনীতি করা হবে না।’

এর আগে কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তেজনার পারদ বৃদ্ধির মধ্যেই রোববার এ বিষয়ে জোরালো মন্তব্য করেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ভবিষ্যতে হিজাব পরিহিতা নারীই হবেন ভারতের প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশ রাজ্যের সমভল জেলায় নির্বাচনী প্রচারণার সময় দেওয়া বক্তব্যের একটি ভিডিও নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করেন আসাদউদ্দিন ওয়াইসি। ভিডিওতে হায়দ্রাবাদের প্রভাবশালী এই রাজনীতিককে বলতে শোনা যায়, ‘হিজাব পরিহিতা মেয়েরা চিকিৎসক হচ্ছেন, জেলা প্রশাসক হচ্ছেন, মহকুমাশাসক হচ্ছেন। তারা একদিন দেশের প্রধানমন্ত্রীও হবেন।’

এআইএমআইএম প্রধানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এছাড়া হিজাব ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারেরও ব্যাপক সমালোচনা করেন তিনি। আসাদউদ্দিন ওয়াইসির ওই বক্তব্যের একদিনের মাথায় পাল্টা এই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ