নুরুদ্দীন তাসলিম।।
রাজধানীর শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ভারতের রাজধানী দিল্লির ম্যাক্স হাসপাতালে আজ শনিবার (২৩অক্টোবর মুফতি) মিজানুর রহমান সাঈদের শরীরে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার শেষে দুপুর ১ টায় তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা বিভাগের মুশরিফ মুফতি শরীফ মালিক।
মুফতি মিজানুর রহমান সাঈদের সুস্থতা কামনায় কুরআন ও বুখারী শরীফ খতমের আয়োজন করেছে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার।
অস্ত্রোপচারের পুরো সময় মাদরাসাটিতে কুরআন ও বুখারী শরীফ খতম ও দোয়ার আয়োজন করা হয়েছিল।
মেরুদন্ডের হাড় ও হাতের জয়েন্টে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদ গত (১৭ অক্টোবর) রবিবার চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। ডাক্তারের পরামর্শে (২৩ সেপ্টেম্বর) শনিবার সকালে তার অপারেশন হয়েছে।
এর আগে সফলভাবে চিকিৎসা সম্পন্ন হওয়ার জন্য অডিওবার্তায় দেশবাসীর কাছে মুফতি মিযানুর রহমান সাঈদ নিজেই দোয়া চেয়েছিলেন।
এটি