বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করলেন মাওলানা আনাস মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ-এর  সাহেবজাদা ও জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করেছেন হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.- এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী।

গত ১৩ অক্টোবর (বুধবার) মাওলানা আনাস মাদানী ৮ দিনের ভারত সফরে যান। সেখানেই তিনি আল্লামা আরশাদ মাদানীর হাতে বায়াত গ্রহণ করেন।

৮ দিনের সফর শেষে আজ (২১অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকায় অবতরণ করেছেন তিনি। এর আগে দিল্লি এয়ারপোর্ট থেকে দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন মাওলানা আনাস মাদানী নিজেই।

মাওলানা আনাস মাদানীর ৮ দিনের এই সফরে সঙ্গী হিসেবে ছিলেন তার মেয়ের শশুর হাসান।

প্রথমে তারা আল্লামা আরশাদ মাদানীর জমিয়তে উলামায়ে হিন্দ অফিসের মেহমান খানায় ওঠেন। এরপর সেখান থেকে দেওবন্দে যান।

৮ দিনের এই সফরে তারা আশরাফ আলী থানভী রহ.- সহ উপমহাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আকাবিরের মাকবারা জিয়ারত করেন।

মাওলানা আনাস মাদানী জানিয়েছেন, ‘হুসাইন আহমদ মাদানী রহ-এর পরিবারের সঙ্গে আমাদের আত্মিক ও পারিবারিক সম্পর্ক অনেক আগে থেকেই। আমার বাবা আল্লামা আহমদ শফী রহ.- এর অনুপস্থিতিতে আমরা মাদানী রহ. পরিবারকেই মুরুব্বী হিসেবে মানছি। সেই দিক থেকেই আল্লামা আরশাদ মাদানী- এর সাথে সাক্ষাত ও আকাবিরের মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে ভারত সফর’।

এছাড়াও সেখানে গুরুত্বপূর্ণ কিছু স্বাস্থ্য চেকআপ করিয়েছেন মাওলানা আনাস মাদানী।

এটি


সম্পর্কিত খবর