আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কায় নিষিদ্ধ হতে যাচ্ছে গরু জবাই। ইতোমধ্যে এ সংক্রান্ত আইন সংশোধনের বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। উদ্দেশ্য হিসেবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কার গবাদি পশু ও দুগ্ধজাত শিল্প এগিয়ে নেওয়ার জন্যই এই আইন করা হচ্ছে।
লঙ্কান সংবাদ মাধ্যম কলম্বো গেজেট এক প্রতিবেদনে মঙ্গলবার এমন তথ্য আনিয়েছে। এতে বলা হয়, খসড়া আইনটিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন প্রস্তাবটি পাসের জন্য দেশটির সংসদে উত্থাপন করা হবে।
২০০৯ সালে ভিজেদাসা রাজাপাকসে নামে দেশটির তৎকালীন এক সংসদ সদস্য গরু জবাই নিষিদ্ধ করার জন্য সংসদে একটি একটি প্রস্তাব তুলেছিলেন। তারই ধারাবাহিকতায় সেটি এখন আইনে পরিণত হতে যাচ্ছে।
জানা যায়, শ্রীলঙ্কার মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মুসলমান। তবে শুধু মুসলমান নয়, বরং দেশটির অন্যান্য ধর্মের লোক তথা খ্রিস্টান, কিছু বৌদ্ধ এবং কিছু হিন্দুও গরুর মাংস খায়। অবশ্য গরুর মাংস অন্যান্য খেলেও শ্রীলঙ্কায় গো-মাংসের ব্যবসা এবং হালাল সার্টিফিকেশনের বিষয়টি নিয়ন্ত্রণ করেন মুসলমানরা। ফলে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে মূলত মুসলমানরাই ক্ষতির সম্মুখীন হবেন।
শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটির বিভিন্ন দল গরু জবাই বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তি হিসেবে তারা বলছে, কৃষিকাজ এবং দুগ্ধ শিল্পের জন্য প্রয়োজনীয় গরু দেশটিতে নেই। তাই এই দুটি খাত রক্ষায় গরু জবাই নিষিদ্ধের বিকল্প নেই।
-এটি