বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে চরমোনাইয়ের বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর চরমোনাই ময়দানের ঐতিহাসিক বার্ষিক মাহফিল নভেম্বরের পরিবর্তে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। ১০ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী এ মাহফিল।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাস-এর সদস্য মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নভেম্বরের ২৬/ ২৭/ ২৮ তারিখে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর তারিখ পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ্য করেন, আগামী ২৮ নভেম্বর দেশে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আমাদের পক্ষ থেকে প্রার্থী রয়েছে। এছাড়াও  পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মাহফিল অনুষ্ঠিত হলে এদিন মানুষের যাতায়াতের কষ্ট হতে পারে। তাই এসব দিক বিবেচনা করে মাহফিলের তারিখ পেছানো হয়েছে।

জানা যায়,  ৮ তারিখ বাদ যোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাহফিল।

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন।

এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ