আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব ক্ষুধা সূচক-২০২১ এর ক্রমতালিকায় এক ধাপ পেছালেও সার্বিক সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। অন্যদিকে সাত ধাপ পিছিয়েছে ভারত।
বৃহস্পতিবার প্রকাশিত এ বছরের বিশ্ব ক্ষুধা সূচকের (জিএইচআই) তালিকায় ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। আগের বছর ১০৭টি দেশের মধ্যে ৭৫তম ছিল।
গত বছর ২০ দশমিক ৪০ শূন্য স্কোর নিয়ে বাংলাদেশ ছিল ‘মারাত্মক (সিরিয়াস)’ ক্যাটাগরিতে। এ বছর ১৯ দশমিক ১০ স্কোর নিয়ে রয়েছে ‘মধ্যম (মডারেট)’ ক্যাটাগরিতে।
এ তালিকায় বড় অবনমন হয়েছে আঞ্চলিক পরাশক্তি ভারতের। দেশটির অবস্থান ১০১তম তথা ‘মারাত্মক’ ক্যাটাগরিতে। আগের বছর দেশটি ছিল এই তালিকার ৯৪ নম্বরে।
ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে পাকিস্তান ও নেপালের মতো দেশও। ভারতের আরেক প্রতিবেশী চীন রয়েছে তালিকার একেবারে শীর্ষে।
ক্ষুধা সূচকে মিয়ানমার রয়েছে ৭১তম অবস্থানে। নেপাল ও বাংলাদেশ যৌথভাবে রয়েছে ৭৬ নম্বর স্থানে। পাকিস্তান হয়েছে ৯২তম।
প্রতি বছর আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে বিশ্বের দেশগুলোর মধ্যে ক্ষুধার পরিমাণ নির্ধারণ করে।
এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে সংশ্লিষ্ট দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে অসাম্যের মতো বিষয়গুলো।
এনটি