আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ঘটনার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
আজ শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে এই বিক্ষোভ মিছিলে সমাবেত হয়।
নাইটিঙ্গেল মোড়ে আসলে বাধা দেয় পুলিশ। পরে মিছিলকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের সংঘর্ষ। পুলিশ বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। সেখান থেকে একজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় আধা ঘণ্টার মতো সংঘর্ষ এবং ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুই বিক্ষোভকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়জিদুর রহমান বলেছেন, তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সংঘর্ষ এবং ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনার সময় পাঁচজনকে আটক করেছে ডিবি ও পুলিশ। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
-এটি