আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ছাড়া শিল্প কারখানা স্থাপন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। এছাড়া শুক্রবারই কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় ৬ হাজার ৫শ ৫১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬ কোটি ২২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তায় ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা। সভাশেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য দেন। তিনি জানান, আগামী শুক্রবার কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উম্মোচন করা হবে।
-এটি