আওয়ার ইসলাম ডেস্ক: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৭তম মারকাজি ইজতেমা আগামী ২৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
(১ অক্টোর) শুক্রবার সকালে যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠখে এ তারিখ নির্ধারণ করা হয় বলে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর (শুক্রবার) মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মাসিক ‘মজলিসুল উমারা’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ছয় মাস পর নিয়মিত এই মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
মজলিসে আরও উপস্থিত ছিলেন মুফতি মনসূরুল হক, প্রফেসর হামিদুর রহমান, মাওলানা হিফজুর রহমান, প্রফেসর গিয়াসউদ্দীন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুনাওয়ার হুসাইনসহ ঢাকার বিভিন্ন হালকার আমীর, নায়েবে আমীরবৃন্দ।
পরামর্শ সভায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৭তম মারকাজি ইজতেমা আগামী ২৭ নভেম্বর ২০২১ইং রোজ শনিবার কেন্দ্রীয় মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
মারকাজি ইজতেমা দিনব্যাপী সকাল ৯টা হতে শুরু হয়ে রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
এনটি