আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে। একইসঙ্গে ‘তাওয়াক্কালনা ওয়েবে’র মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দৈনিক আপডেট রাখতে স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছে সৌদির শিক্ষা মন্ত্রণালয়।
স্কুলে নতুন শিক্ষার্থী বা সুস্থ হওয়া ব্যক্তিকে ‘তাওয়াক্কালনা’ সিস্টেমে স্বাস্থ্য অবস্থার একটি মুদ্রিত অনুলিপি জমা দিতে হবে বা একটি কপি মোবাইল ফোনের মাধ্যমে স্কুল প্রশাসনকে পাঠাতে হবে।
মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে মোবাইল ফোন আনা যাবে। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যগত সমস্যা আছে তারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে।
তবে তা স্কুল প্রশাসনের কাছে জমা থাকবে। স্টাফ, ছাত্র-ছাত্রী, এবং তাদের অভিভাবক কেওই স্কুলের অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো রকম ভিডিও করা যাবে না। এটিকে নিয়মের লঙ্ঘন বলেও উল্লেখ্য করা হয়েছে।
-এটি