আবদুল্লাহ তামিম ।।
নির্বাহী সম্পাদক>
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের অফিস ঘুরে গেলেন আকবর কম্প্লেক্স মাদরাসা মিরপুর ঢাকার মহাপরিচালক ও শাইখুল হাদিস, খ্যাতিমান আলেমে দীন, মুফাসসিরে কুরআন মুফতি দেলোয়ার হুসাইন হাফি.।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মুগদা মদিনাবাগ জামিয়াতুস সালাম মাদরাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে বয়ান করে আওয়ার ইসলামের অফিস দেখতে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার মুহতামিম ও আসাতাযায়ে কেরাম।
মুফতি দেলোয়ার হুসাইন হাফি. বলেন, দীনের কোনো কাজই ছোট নয়। দীনের কাজ ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড়। মাদরাসাও যত ছোট হোক না কেনো এটাকে ছোট বলা যাবে না। দীনের সব কাজই বড়। ইমাম মালেক রহ. বলেছেন দীনের কোনো কাজকে কখনো ছোট করে দেখবে না।
তিনি আরো বলেন, বিশেষ করে আমাদের মাদারিসে দীনিয়ার সূচনা যেখান থেকে হয়েছে, দারুল উলুম দেওবন্দ, সে মাদরাসাও একজন ছাত্র দিয়ে শুরু হয়েছে। আজ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ, কোটি কোটি মাদরাসা সেখান থেকে তৈরি হয়েছে। তাই যদি একজন ছাত্রও থাকে সেটাও মাদরাসা। যদি হাজার ছাত্রও থাকে সেটাও মাদরাসা। এক জায়গার একজনের মাদরাসা অন্য জায়গার হাজার মাদরাসার সমান। দীনের কাজে কখনো হিনমন্যতা থাকতে পারবে না। ছোট হলেও সেটা আল্লাহর কাছে বড়।
আওয়ার ইসলাম অফিস ঘুরে ফেরার পথে আওয়ার ইসলাম থেকে প্রকাশিত ঈদ সংখ্যা মুফতি দেলোয়ার হুসাইন হাফি. এর হাতে তোলে দেন সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। শেষে আওয়ার ইসলামের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে দোয়া করেন তিনি।
এছাড়াও মানিকনগর জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করেন।
-এটি