।।কাউসার লাবীব।।
কানাডার আলবার্তায় আগুনে পুড়ে চার শিশুসহ সাত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান মুসলিম নাগরিক নিহত হয়েছেন। একটি বিদেশি সংবাদ সংস্থা জানিয়েছে, কানাডার আলবার্তায় একটি বাড়িতে লাগা আগুনে চার শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তবে সেখানে থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেছে।
ক্যালগারি মসজিদের ইমাম সৈয়দ সোহরাওয়ার্দী গণমাধ্যমকে জানান, যে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে দুটি পরিবার বাস করতো। তারা কিছু দিন আগে এখানে এসেছিলেন।
জানা যায়, অগ্নিকাণ্ডের পর বাড়ির মালিক প্রথমে তার দুটি বাচ্চাকে বাইরে নিয়ে যায় এবং তার পরে তার ভাইয়ের বাচ্চাদের বাসা থেকে বের করে আনে। তবে অন্যদের উদ্ধার করার সুযোগ তিনি পাননি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করা যায়নি এবং কোন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া যায়নি। দুর্ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ একটি ঘরের আগুনে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে রয়েছেন।
-কেএল