আওয়ার ইসলাম: শবে বরাত উপলক্ষে আতশবাজি, পটকাবাজি করা নিষেধ করেছে পুলিশ। আজ সোমাবার ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) উপলক্ষে দেওয়া নিষেধাজ্ঞায় এসব বিষয় জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শবে বরাতের পবিত্রতা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে কোন ধরণের আতশবাজি, বিস্ফোরকদ্রব্য, পটকাবাজিসহ কোন ধরণের দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি এ ব্যাপারে বেশ কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গতকাল রোববার সন্ধ্যায়।
এতে আরও বলা হয়, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আগামী ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত এ নির্দেশ দেন।
এমডব্লিউ/