আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যের পর প্রধানমন্ত্রীর দপ্তরে জোনভিত্তিক লকডাউনসহ একগুচ্ছ প্রস্তাব পাঠানোর চিন্তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে পুরোপুরি লকডাউন অথবা আংশিক লকডাউনসহ বিভিন্ন প্রস্তাবনা রয়েছে।
এদিকে সংক্রমণ ঠেকাতে জোরালো পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, আগের মতো ভয়ানক রূপে ফিরছে করোনা। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে। সুতরাং দ্রুত নতুন ধরনের জিনোম সিকোয়েন্সিং করা প্রয়োজন।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। গত বছরের জুন-জুলাই মাসের মতো সংক্রমণ পরিস্থিতি মারাত্মক হচ্ছে। টানা ছয় দিন ধরে করোনার সংক্রমণ সাড়ে তিন হাজারের ওপরে রয়েছে। করোনা নিয়ন্ত্রণ নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে ফের জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
আগের রূপে ফিরছে করোনা : গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২ জুলাইয়ের চেয়ে বেশি চার হাজার ১৯ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজার ৯০৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১৭ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের ৩১ আগস্টের পর এক দিনে এটিই সবচেয়ে বেশি শনাক্তের হার। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট আট হাজার ৯০৪ জনের মৃত্যু হলো। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও দুই হাজার ১৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্য দিয়ে করোনা সংক্রমিত মোট পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে উঠলেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংশ্নিষ্ট বিশেষজ্ঞ ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এতে পুরোপুরি লকডাউনের প্রস্তাব করা হয়েছে। সেটি সম্ভব না হলে আংশিক অর্থাৎ জোনভিত্তিক লকডাউনের প্রস্তাব করা হয়েছে। এর বাইরে ট্যুরিজম স্পটগুলো পুরোপুরি বন্ধ রাখা, বিয়ে, সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিলসহ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন না করলে ভালো হয়। সুতরাং সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে তা কার্যকর করা প্রয়োজন এবং প্রস্তাবনায় তা উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।
এমডব্লিউ/