আওয়ার ইসলাম: করোনা সংকট মোকাবিলা ও দেশে অর্ন্তভুক্তিমূলক কর্মসংস্থান তৈরিতে ২৫ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঋণ অনুমোদনের বিষয়টি জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এই ঋণ সহায়তা দেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
বিগত বছরগুলোতে বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হয়েছে। এই অর্থায়ন বাংলাদেশকে নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাতে যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
-এটি