আওয়ার ইসলাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় তারা ৬ দাবি ও ২ কর্মসূচি প্রদান করে। কর্মসূচি দুটির অন্যতম হলো হেফাজতের হরতালে সমর্থন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
উপস্থাপিত দাবী ও কর্মসূচীসমূহ হলো,
১) চট্টগ্রামের হাটহাজারী এবং বি-বাড়িয়ায় যে সব পুলিশ মিছিলে গুলি চালিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে। তাদেরকে বরখাস্ত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২) হাটহাজারী থানার ওসিকে দ্রুত চাকুরী থেকে বরখাস্ত করতে হবে।
৩) প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপুরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৪) মােদী বিরােধী আন্দোলনে যারা গ্রেফতার হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে এবং হয়রানীমূলক সকল মামলা প্রত্যাহার করতে হবে।
৫) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারদলীয় যে সব গুন্ডাবাহিনী সাধারণ মুসল্লীদের ওপর আক্রমন করেছে, অপমান-অপদস্ত করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
৬) সারা দেশে সকল মানুষের সভা-সমাবেশ, মিছিল মিটিং এবং প্রতিবাদ প্রকাশের সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
কর্মসূচী:
১) সরকারের পুলিশ বাহিনীর নির্বিচার গুলিতে হাটহাজারীতে ৪ জন মাদরাসা ছাত্র এবং বি-বাড়িয়ার দু'জন মিছিলকারী নিহত হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘােষিত আগামীকাল ২৮ মার্চ-এর দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ সমর্থণ করছে।
২) আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ।
এমডব্লিউ/