বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির দিবে হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে নিহতের ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার ডাকা হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক বি‌ক্ষোভ সমা‌বে‌শ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

হেফাজত ইসলামে বাংলাদেশের মহাস‌চিব নুরুল ইসলাম জিহাদী ব‌লেন, ‘আগা‌মীকাল রোববার সকাল-সন্ধ্যাস শা‌ন্তিপূর্ণ হরতাল পালন করা হ‌বে। য‌দি এই হরতা‌লে আওয়ামী লী‌গের হেল‌মেট বা‌হিনী বা আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা ক‌রে, তাহ‌লে পরবর্তী সময়ে আরও ক‌ঠোর কর্মসূ‌চি ঘোষণা করা হ‌বে।’

হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাস‌চিব মাওলানা মামুনুল হক ব‌লেন, ‘স্বাধীনতা দিবস উপল‌ক্ষে গতকাল আমা‌দের যত অনুষ্ঠান ‌ছি‌ল, সব বা‌তিল করা হ‌য়ে‌ছি‌ল। কিন্তু আওয়ামী লী‌গের পেটোয়া বা‌হিনী নিরীহ জনগণের ওপর বর্বর হামলা ক‌রে‌ছে‌। এর হিসাব আওয়ামী লীগকে দি‌তে হ‌বে।’

এ সময় তি‌নি হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের সব নেতাকর্মী‌দের উদ্দেশে মামুনুল হক ব‌লেন, ‘আগামীকাল আমরা শা‌ন্তিপূর্ণ হরতাল করব।’

এদিকে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে হেফাজত ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। হেফাজতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন মসজিদ এলাকায়। পাশাপাশি বায়তুল মোকাররমের পাশে অর্থাৎ পল্টন মোড়ে রায়টকার, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর