ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী থেকে: চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছে। ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর মাদরাসার ছাত্ররা আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বিকেল ৫ টা ৩০ মিনিটে আওয়ার ইসলামকে জানান, হাটহাজারীর অবস্থা থমথমে। এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর মাঝে দুজন হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন। বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহত হওয়া চারজনের মাঝে দুজনের পরিচয় নিশ্চিত করে মাওলানা জাকারিয়া নোমান বলেন, একজনের নাম মাওলানা রবিউল ইসলাম, সে হাটহাজারীর দাওরায়ে হাদিসের ছাত্র। তার বাড়ি কুমিল্লায়। আরেকজন মাওলানা মেরাজুল ইসলাম। সেও হাটহাজারীর দাওরায়ে হাদিসের ছাত্র। তার বাড়ি মাদারীপুরে।
এ ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটা থেকে মাদরাসার সামনে ছাত্ররা অবরোধ করে। এতে হাটহাজারী-নাজিরহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাটহাজারী মাদরাসার ছাত্র ও তাওহিদি জনতা এখনো রাস্তায় আন্দোলনরত রয়েছে।
এটি/মোস্তফা ওয়াদুদ