বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের উপহার দেয়া ১২ লাখ ডোজ টিকা দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। শুরুতেই চুক্তির বাইরে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল ভারত। এবার আরও ১২ লাখ ডোজ উপহারের টিকা দেশে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহরিয়ার। বিমানবন্দর থেকে টিকাগুলো তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই উপহার পাঠিয়েছে ভারত। বাংলাদেশ সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোটি আনুষ্ঠানিকভাবে টিকাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

চুক্তি সম্পন্ন হওয়ার পর গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো টিকা এসে পৌঁছায়। সেটা ছিল ভারতের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ টিকা, যা ছিল সেরামের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় প্রথম চালান। এরপর এসেছে আরও ২০ লাখ ডোজ। আজ (২৬ মার্চ) উপহার হিসেবে পৌঁছেছে আরও ১২ লাখ ডোজ।

সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত টিকা এসে পৌঁছেছে ১ কোটি ২ লাখ ডোজ। গত ২৭ জানুয়ারি বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ