আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে পণ্যের অতিরিক্ত মূল্য, ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রির অপরাধে ৭১টি প্রতিষ্ঠানকে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ২৪টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড দেয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের দেয়া ক্ষমতাবলে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো: মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।
এ ছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭১টি প্রতিষ্ঠানকে চার লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে ভোজ্যতেল ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক বেশি দামে বিক্রি হচ্ছে কি-না তাও মনিটরিং করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আরেফিন।
তিনি বলেন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রির রশিদের গরমিল, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য; নকল পণ্য, ওজনে কারচুপি ও ইট পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ-বিরোধী বিভিন্ন অপরাধে ৭১টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সব সময় সাধুবাদ জানায়। কিন্তু অসাধু ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে প্রতারণাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক।
এনটি