বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সংকটাপন্ন অবস্থায় মুফতি মুহাম্মদ ওয়াক্কাস: দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বর্ষিয়ান আলেমে দীন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে আছেন তিনি।

বিষয়টি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম ও মুফতি ইমরানুল বারী সিরাজী যৌথভাবে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের অক্সিজেন লাগানো হয়েছে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন একমাত্র দোয়ার পথই চালু রয়েছে। এছাড়া আর কোনো পথ নেই।

এর আগে গত (২৩ মার্চ) রাত ৯ টায় রাজধানীর মহাখালিতে অবস্থিত শেখ রাসেল মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় সাবেক এ মন্ত্রীকে।

জানা গেছে, সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন মুফতি মুহাম্মদ ওয়াককাস। এদিকে তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার ছেলে মুফতি রশিদ বিন ওয়াকাকাস। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ