আওয়ার ইসলাম: জাতীয় মসজিদ বায়তুল মোকররমে ও হাটহাজারীতে মুসল্লীদের উপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
আজ শুক্রবার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, স্বাধীণতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মুসলমানদের ঘাতক কসাই মোদিকে এনে সুবর্ণজয়ন্তির কলঙ্কিত করা হয়েছে।
মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে সারাদেশের মানুষ যখন স্বতষ্ফূর্তভাবে ঘৃণা প্রকাশ করছে, তখন পুলিশ বাহিনীর সাথে সরকারের দলীয় ক্যাডাররা দেশপ্রেমীক তাওহিদী জনতার উপর নগ্ন হমালা, টিয়ার শেল, গুলি চালিয়ে হাটহাজারীতে ৪ জনকে নিহত করা হয়েছে, শত শত মানুষকে আহত করেছে, অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন কসাই মোদির জন্য দেশের জনগণের উপর এই হামলার ঘটনা এক কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। আধিপত্যবাদী ভারতের প্রধানমন্ত্রী কসাই মোদিকে খুশী করার জন্য দেশের জনগণের বুকে গুলি চালিয়েছে সরকার। আজকে মুসল্লী ও দেশপ্রেমিক তাওহিদী জনতার উপর এই হামলা ও হত্যার দায় সরকারকে বহন করতে হবে। দেশবাসী এ হামলার সমুচিত জবাব দিবে। আজকে কসাই মোদির জন্য দেশবাসীকে সুবর্ণজয়ন্তি উদযাপন থেকে বঞ্চিত করা হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকররমে ও হাটহাজারীতে মুসল্লীদের উপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের বর্বরোচিত হামলার বিরুদ্ধে, মোদিকে বাংলাদেশের পবিত্র মাটিতে এনে প্রতিবাদী জনতার বুকে গুলির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এবং অবস্থায় সৃষ্ট অবনতিশীল পরিস্থিতির সকল দায় সরকারকেই বহন করতে হবে।
-এটি