আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাদির তৈরি মুজিব কোট পরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন। ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করবেন মোদি।
আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে দু’দিনের সফরে ঢাকা এসেছেন তিনি। তখন তিনি পাজামা ও পাঞ্জাবির সঙ্গে গাড় নীল রংয়ের চিকন স্টাইপ দেওয়া ভি গলার কোট পরে ঢাকায় অবতরণ করেন।
সেখানকার খাদি ও গ্রামীণ শিল্প সংস্থার চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা গণমাধ্যমকে জানিয়েছেন, মোদির ঢাকা সফরকে সামনে রেখে ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের দেওয়া অর্ডারের ভিত্তিতে তার সফরসঙ্গীদের জন্য ভারতের ঐতিহ্যবাহী খাদির তৈরি একশ’ মুজিব কোট সরবরাহ করা হয়েছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, নরেন্দ্র মোদির সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অতিথিদের গায়ে খাদির তৈরি মুজিব কোট দেখা যাবে।
৬ বোতামবিশিষ্ট কালো কোটের নিচের অংশে দুটি পকেট এবং উপরে বাম পাশে বুকে একটি পকেট থাকবে। উন্নতমানের খাদি কাপড় দিয়ে এসব মুজিব কোট তৈরি করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মোদি এই সফর করছেন।
-এটি