বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের উত্তরাঞ্চলের সোহাগ শহরে এ সংঘর্ষ ঘটে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় গণমাধ্যমে ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়ার ছবি প্রকাশ পেয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উত্তর আফ্রিকার অন্যতম পুরনো ও বড় রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। তবে দেশটিতে প্রায়শই ট্রেন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৭ সালে মিসরে এক হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ