জুলফিকার জাহিদ।।
বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ৫ জন নিহতের খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা, তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি, এ নিউজ ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে, পাকিস্তনের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজের অনলাইনেও বাংলাদেশের এই বিক্ষোভের খবরকে শিরোনাম করা হয়েছে।
আল জাজিরার শিরোনামে বলা হয়েছে, মোদির সফরকে ঘিরে বাংলাদেশে বিক্ষোভ, ৪ জনের মৃত্যু। জিও নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশ: মোদির সফরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, এছাড়া তুরস্কের সংবাদ মাধ্যম এ নিউজের শিরোনামে বলা হয়েছে, মোদির সফর বিরোধী বিক্ষোভে ঢাকায় পুৃলিশের গুলিতে নিহত ৪, পাকিস্তানি পত্রিকা জং-এর শিরোনামে বলা হয়েছে, মোদির সফরকে ঘিরে ঢাকায় বিক্ষোভ, ৪০ জনের অধিক আহত।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আজ শুক্রবার (২৬ মার্চ ) রাজধানীর বায়তুল মোকাররমে বাদ জুমা মুৃসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মুসল্লিদের। এরপর সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত ও অর্ধশতাধিকের বেশি আহত হয়েছেন। এই ঘটনার জেরে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশে বিভিন্ন স্থানে এখনো বিক্ষোভ চলছে বলে জানা গেছে।
-এটি