বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বর্বরোচিত হামলার দায় সরকারকেই নিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশে ইসলাম ও মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদির আগমন কোন ভাবেই জনগণ সহ্য করতে পারছেননা, তাই তারা কোন না কোন ভাবে প্রতিবাদ করবে এবং মোদীর প্রতি ঘৃণা প্রদর্শন করবে এটাই তো স্বাভাবিক বিষয়।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা আরো বলেন, সরকারের উচিৎ ছিল প্রতিবাদী জনগণের সাথে সংযত আচরণ করা কিন্তু সরকার ও সরকারের পেটোয়া বাহিনী এক্ষেত্রে সংযত আচরণের পরিবর্তে উল্টো জনগণের উপর নির্মম ভাবে হামলা করার পথ বেছে নিল যা কোন ভাবে বরদাশত করা যায়না। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-তে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। প্রতিবাদী জনতার উপর বর্বরোচিত এই হামলার দায় সরকারকেই নিতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শাইখ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা জহীরুল হক ভূইয়াঁ,মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক,ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও মুফতী মুনীর হোসাইন কাসেমী। নেতৃবৃন্দ আরো বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে এভাবে কলঙ্কিত করার পরিণাম নিঃসন্দেহে ভয়াবহ রূপ ধারণ করবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ