আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারী, ব্যাবসায়ীসহ ২২ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝিনাইগাতী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৩ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষ্যে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
-এটি