আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রথম ধাপে সারাদেশে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাপ সৃষ্টি, বলপ্রয়োগ, জোর জুলুম করে হাতপাখার প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করে সরকার প্রমাণ করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন সম্ভব নয়।
আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থীদের বাড়ী থেকে তুলে নিয়ে প্রার্থীদের উপর জোর জুলুম করে নির্বাচন থেকে সরে দাড়ানোর হুমকি ধমকিতে নির্বাচন কমিশন, প্রশাসন ও দলীয় ক্যাডাররা একাকার হয়ে গেছে। নেতৃদ্বয় বলেন, সরকার সারাদেশে নির্বাচনের নামে গুন্ডাতন্ত্র কায়েম করেছে। স্থানীয় বিনাভোটের এমপিগণ নির্বাচন ছাড়াই দলীয় প্রার্থীদের চেয়ারম্যান ঘোষণার প্রতিযোগিতায় মেতে উঠেছে।
নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন সম্ভব নয়, এটা বার বার প্রমাণ হচ্ছে। তারা বলেন, যে কোন মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীগণ নির্বাচনী মাঠে থাকবে এবং প্রয়োজনে সারাদেশে তৃণমূল থেকে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
-এটি