বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদরাসায় শিক্ষার মান উন্নয়ন নিশ্চিতে সদরপুরের আলেমদের বিশেষ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট>

উপজেলার সব আলেমদের পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি ও মাদরাসাগুলোতে পড়াশোনার মান উন্নয়ন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিশেষ বৈঠক করেছে ফরিদপুর জেলার সদরপুরের আলেমরা।

সোমবার (২২ মার্চ) সকালে ‘সদরপুর উপজেলা উলামা পরিষদ’-এর আয়োজনে উপজেলার জামিয়া সিদ্দিকীয়ার মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামিয়া সিদ্দিকীয়ার মুহতামিম ও সংগঠনটির সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে যেসব বিষয়ে আলোচনা হয়- শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অভিভাবকসুলভ আচরণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীকে শাসনের সীমানার ব্যাপারে শিক্ষককে অবগত করা। পাশাপাশি স্বচ্ছতার জন্য উপজেলার প্রতিটি মাদরাসার হিসাব আদান-প্রাদানে একটি অডিট কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।

তাছাড়া আসন্ন রমজানের আগেই সদরপুরে একটি ইসলামী মহাসম্মেলন আয়োজনেরও সিদ্ধান্ত হয়। যেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ইতোমধ্যে দাওয়াতও দেয়া হয়েছে বলে জানানো হয়।

৩ ঘন্টাব্যাপী বৈঠকে আরো উপস্থিত ছিলেন ‘সদরপুর উপজেলা উলামা পরিষদ’-এর সেক্রেটারী জেনারেল মাওলানা মুখতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আখতার হুসাইন, প্রচার সম্পদক মুফতি জাবের হুসাইন এবং উপজেলার বিশিষ্ট উলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর