আওয়ার ইসলাম: প্রতারণা দূর করতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশনের তথ্য ডিজিটালাইজেশন করার নির্দেশনা কেনো দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার, ক্রিকেটার নাসিরের স্ত্রীর সাবেক স্বামী রাকিবসহ চারজনের করা একটি রিটের শুনানি করে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
আগামি চার সপ্তাহের মধ্যে আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, ধর্ম সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, বর্তমানে যে পদ্ধতিতে বিবাহ ও বিচ্ছেদের ঘটনা রেজিস্ট্রেশন করা হয় তা ডিজিটালাইজেশন না করার কারণে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। আগের বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করার ঘটনাও ঘটছে। ফলে সন্তানের পিতৃপরিচয় নিয়েও জটিলতা সৃষ্টি হচ্ছে। বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে।
এ কারণে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন পদ্ধতিতে হওয়া প্রয়োজন। ছবিসহ বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজেশন করলে সংশ্লিষ্ট নারী বা পুরুষের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।
এর আগে ৪ঠা মার্চ প্রতারণা হাত থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্সের তথ্য ডিজিটিলাইজেশন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ক্রিকেটার নাসিরের সাবেক স্ত্রীর স্বামী রাকিব। গোপনে বিয়ে করে বা বিয়ের তথ্য গোপন করে সম্প্রতি বিয়ে করার প্রবণতা বেড়ে যাওয়ায় এই রিটটি করা হয়।
-এটি