আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলের আদমজি কোর্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। বক চত্বরসংলগ্ন আদমজি কোর্টের এনেক্স ভবনের সাততলায় বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককেই হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. আনিসুর রহমান জানান, আগুনে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। একই ভবনে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের অফিসও রয়েছে।
এমডব্লিউ/