বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদারীপুরে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলা, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। স্বতন্ত্র মেয়রপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় কালকিনি পৌরসভায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মিনাজদী এলাকার ইউসুফ সরদারের বাড়িতে উঠান বৈঠক করছিলেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী সোহেল রানা মিঠু। এ সময় প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৯ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান জানান, আহতদের মধ্যে একজন রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। এখন ৮ জন রোগী এখানে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবাই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ