আওয়ার ইসলাম: চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকেলে নগরের পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, নগরীর পতেঙ্গা সি-বিচে মানুষকে সচেতনা করতে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। এছাড়াও বিনোদন কেন্দ্রে না আসতেও নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, সাধারণ মানুষ এখনো অনেকেই মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণের কাজও অব্যাহত আছে। মানুষ সচেতন না হলে জরিমানা বা কারাদণ্ড দিয়ে এ সমস্যার সমাধান হবে না।
-এএ