আওয়ার ইসলাম: সুনামগঞ্জে পূর্ব নির্ধারিত মাহফিলে যাওয়ার অনুমতি পেলেন না মাওলানা মামুনুল হক। শাল্লা উপজেলার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাহফিলে যাওয়ার অনুমতি দেয়া হয়নি বলে জানা গেছে। পাশাপাশি ওয়াজ মাহফিলেন অনুষ্ঠানও বাতিল করা হয়।
জানা গেছে, রোববার দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার মাদারাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া (আল-হাসেম একাডেমি) মাদ্রাসা সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে মাওলানা মামুনুল হক প্রধান অতিথি এবং মুফতি হাসান জামিল (ঢাকা) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। কিন্তু মাহফিলের অনুমতি দেয়া হলেও সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেটি বাতিল করেছে পুলিশ প্রশাসন।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, সুনামগঞ্জের শাল্লার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ওই মাহফিল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনাসাপেক্ষে অনুমতি দেয়া হবে।
এনটি