বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ময়মনসিংহে আড়ং-এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আড়ং কর্তৃপক্ষ কর্তৃক মানবতার নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহকে হেয় করার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ময়মনসিংহের আলেম সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

আজ সোমবার (১৬ মার্চ) ময়মনসিংহ শহরের আড়ং শো-রুম সংলগ্ন নতুন বাজারে  এ কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, দাড়ি থাকার কারণে দেশের সমালোচিত রিটেইল ব্র্যান্ড আড়ংয়ে চাকরি পাননি ইমরান হোসাইন ইমন নামের এক যুবক। পরে আড়ং এক বিবৃতি দিয়ে ওই যুবকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে।

বাংলা ও ইংরেজি ভাষায় বিবৃতি দুটি দেওয়া হয়েছে ব্র্যাক-আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নামে।

বাংলা বিবৃতিতে লেখা হয়, ‘এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে। আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকে কখনই বিবেচনা করা হয় না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবোধগুলোর প্রতিফল নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করব।’

তবে ইংরেজি ও বাংলা ভাষার বিবৃতি দুটির মধ্যে কিছু তথ্যের ভিন্নতা দেখা গেছে। ইংরেজি বিবৃতি বলা হয়, তারা ওই চাকরিপ্রার্থী যুবকের সঙ্গে যোগাযোগ করে তার কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু বাংলা বিবৃতিটিতে এর কোনো উল্লেখ ছিল না।

এদিকে আড়ংয়ের বিবৃতিতে সুস্পষ্টভাবে ক্ষমা চাওয়া হয়নি। তাই আড়ংয়ের পণ্য বর্জনের ডাক দিয়েছেন দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ