মুফতি নূরুদ্দীন মুহাম্মদ।।
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আল-হেরা ঢাকা মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ২দিনব্যাপী ১২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসছেন আল্লামা মাহমুদুল হাসান।
আগামী (১৬-১৭ মার্চ) মঙ্গল ও বুধবার ঢাকার মাতুয়াইল কদমতলী জামিয়া ইসলামিয়া আল-হেরা মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামী মহা সম্মেলন।
এ সম্মেলনের প্রথম দিনে সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি আব্দুল বারী মুহতামিম ও শায়খুল হাদিস, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, ঢাকা। প্রধান অতিথি হিসেবে থাকবেন কওমি মাদারাসার সর্বোচ্চ অথরিটি সংস্থা হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। উপস্থিত থাকবেন ঐতিহাসিক ডিআইটি জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল আউয়াল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী।
সম্মেলনের দ্বিতীয় দিনে ওয়াজ করবেন আল্লামা মুফতি নুরুল আমিন আল ফরিদী, মুহাদ্দিস জামিয়াতুত তাকওয়া ঢাকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মুফতি মাসউদুর রহমান চাঁদপুরী। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফতী নোমান কাসেমী। এ ছাড়া দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম।
প্রতিবছর ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক মাহফিল জামিয়ার ছাত্রবৃন্দের আগ্রহের কেন্দ্র হয়ে থাকে। তাই বরাবরের মত এবারও বার্ষিক এ আয়োজন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ। দীন দরদি সবাই কে এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন এলাকাবাসী ও মাদরাসা কর্তৃপক্ষ।
-এটি