আওয়ার ইসলাম: ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মেডিক্যাল মোড়ে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী আজাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ আদেশ প্রদান করেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে- মহসিন মৃধার ছেলে ইমাম হোসেন (৩২) ও ফজলু খানের ছেলে শহীদ খান (৩৮)।
গত ৫ মার্চ রাতে রাজাপুরের মেডিক্যাল মোড় ব্রিজের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী আজাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে প্রতিপক্ষরা। এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আজমীন আক্তার স্বর্ণা।
মামলার অপর আসামিরা হলেন, জাকির হোসেন (৩৬), ময়না বেগম (৩৪), আইরিন বেগম (২৮), রাশিদা বেগম (৩০) ও শামীম খলিফা।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে পুরনো বিরোধের জেরে আসামিরা বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী আজাদের বাড়ি দখলের উদ্দেশ্যে তার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার বসতঘরটি মালামালসহ পুড়ে যায়। আসামিরা ঘরের ভেতরে লুটপাট চালায়। এ সময় বাঁধা দিলে পরিবারের সদস্যদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসায় জমি দখল করতে পারেনি তারা।
এ ঘটনায় ৭ মার্চ রাজাপুর থানায় মামলা দায়ের হলে আসামিরা গা ঢাকা দেয়। কিছুদিন পরেই আসামিরা এলাকায় ফিরে এসে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দেয়। মামলার প্রধান আসামি ও ৩ নম্বর আসামি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
-এএ