নুর আহমেদ সিদ্দিকী: জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও নগর কাউন্সিল শুক্রবার (১২ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ক্বারী মাওলানা দিদারুল মাওলা, সহসভাপতি প্রফেসর নজিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক কবি নুর আহমেদ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মাওলা ফাহিম, অর্থ সম্পাদক মাওলানা হাসিবুল হক, দফতর সম্পাদক মাওলানা আব্দুল আজিজ এবং কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম।
২০২১-২২ সেশনের কমিটির শপথ বাক্য পাঠ করান জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এবিএম জাকারিয়া।
নগর সভাপতি মাওলানা ক্বারী দিদারুল মাওলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এবিএম জাকারিয়া, প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক নাছির উদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইসলামী আন্দোল বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, চট্টগ্রাম প্রাইভেট মাদরাসার এসোসিয়েশন এর চেয়ারম্যান হাফেজ মাওলানা তৈয়ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ নছিম, চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক, প্রফেসর নজিরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা দিদারুল আলম, অক্সব্রীজ ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল এন্ড কলেজ এর প্রফেসর শওকত আলী।
আল কুরআন গবেষণা পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা মুহাম্মদ হাবিবুর রশিদ, জাতীয় শিক্ষক ফোরাম নগর উপদেষ্টা মাওলানা মনসুরুল হক জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ছগির আহমদ চৌধুরী, ফয়েজলেক জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম মেহেদি, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি তাজুল ইসলাম শাহিন, নগর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহসভাপতি মুফতি মোরশেদুল আলম, নগর সেক্রেটারি মাওলানা শেখ আমজাদ হোসেন, নুর আহমেদ সিদ্দিকী প্রমুখ।
-এএ