বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

বেগমগঞ্জে মাদরাসাছাত্রীকে বিবস্ত্র করে ভিডিওধারণ ও গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জের হীরাপুর গ্রামে অস্ত্রের মুখে এক মাদ্রাসাছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার গণধর্ষণ এবং অপহরণ ও পর্ণোগ্রাফির মামলায় গ্রেফতার ২ আসামির মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ফয়সল নামে একজন। সাইফুল ইসলাম ইমন নামে অপরজনকে দুটি মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন ফয়সল।

এদিকে এদিন সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। গত ২৪ ডিসেম্বর ওই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার দুই মাস পর তাকে উদ্ধার করা হলো।

এর আগে এ ঘটনায় নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে একই এলাকার রাসেল (২৫), জোবায়ের (২৪), সাইফুল ইসলাম ইমন (২২) এবং ফয়সাল নামের ৪ যুবকসহ আরও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। ওইদিন রাতেই বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ইমন ও ফয়সালকে গ্রেপ্তার করে।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই তরুণীকে শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জের হীরাপুর গ্রামে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রীকে বিবস্ত্র করে ভিডিওধারণ, ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার গণধর্ষণ ও জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্ত ফয়সল ও ইমনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ওই তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার দুই মাস পর শনিবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ