আওয়ার ইসলাম: জাতির এই ক্রান্তিলগ্নে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মতো আপোষহীন ব্যক্তিত্বের খুবই প্রয়োজন ছিলো বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালপুর জেলার সভাপতি মাওলানা আবুল কাশেম। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর সদর উপজেলার উদ্যোগে রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গতকাল (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার জামালপুর সদর উপজেলার ডাক পাড়ায় ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর সদর উপজেলার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মোবারক হোসাইন কাসেমীর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালপুর জেলার সভাপতি মাওলানা আবুল কাশেম আরও বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন একজন সফল ব্যক্তি। সব সময় জাতির স্বার্থে কাজ করে গেছেন। বাতিলের বিরুদ্ধে জোরালো হুংকার দিয়েছেন। কখনো কারো পরোয়া করে কথা বলেননি। বাতিলের সাথে আপোষ করেননি। কোন কাজে নিজের স্বার্থ খোঁজেননি। সব সময় জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। জাতির এই ক্রান্তিলগ্নে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মতো আপোষহীন ব্যক্তিত্বের খুবই প্রয়োজন ছিলো।
তিনি বলেন, আল্লামা কাসেমী রহ. এর ইন্তেকালে আমরা একজন দরদী অবিভাবককে হারিয়েছি। দেশের মুসলিম উম্মাহ এখন চরম নেতৃত্ব শূন্যতায় ভুগছে।
সভা শেষে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ছাত্র জমিয়ত নেতা আলী আকবর, নুরুজ্জামান, নাজমুল হাসান, নাঈমুল ইসলাম, সাইফুল প্রমুখ।
এমডব্লিউ/