আওয়ার ইসলাম: ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেছেন, নতুন সম্প্রসারিত ওর্য়াডসমূহের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। সবার সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আদর্শ নগরীতে পরিণত করতে চাই।
গতকাল বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের আরসিসি দ্বারা সড়ক নির্মাণ এবং একটি ঈদগাহ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার, কাউন্সিলর মো. মোস্তফা কামাল, কাউন্সিলর আমিনুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত।
জানা যায়, ২৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া থেকে রেলগেইট পর্যন্ত ৬৫০ মিটার, পাগলা বাজার আশরাফ উদ্দিনের বাড়ি থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ মিটার, বয়ড়া তাকওয়াহ মসজিদ থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ এবং ২২ নম্বর ওয়ার্ডের বয়ড়া গফরগাঁও রোড থেকে বটতলা বাজার হয়ে ছালাকান্দি পর্যন্ত ২ কিলোমিটার সড়কের আরসিসি দ্বারা নির্মাণ এবং ছালাকান্দি সমাধানের মোড়ে ঈদগাহ মাঠের উন্নয়নের কাজে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যা আগামী এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
-এএ