আওয়ার ইসলাম: ফরিদপুর জেলার সকল দাওরায়ে হাদিস মাদরাসা ও উল্লেখযোগ্য মাদরাসার যাবতীয় তথ্য সম্বলিত একটি প্রামাণ্যগ্রন্থ প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় আলেমগণ।
ফরিদপুরের কয়েকজন উদ্যমী তরুণ আলেম উল্লেখযোগ্য কওমি মাদরাসাগুলো নিয়ে তথ্যভিত্তিক এই প্রামাণ্যগ্রন্থ তৈরির কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ফরিদপুর ঐতিহ্য সংরক্ষণ টিম-উদ্যোক্তা মুফতি বেলায়েত হুসাইন।
তিনি বলেন, ফরিদপুরের দাওরায়ে হাদিস মাদরাসা এবং যেসব মাদরাসায় দাওরায়ে হাদিস নেই কিন্তু বিভিন্ন কারণে উল্লেখযোগ্য অবদান রয়েছে এমন সকল মাদরাসার যাবতীয় তথ্য থাকবে এতে। পত্রপত্রিকায় লেখালেখির সাথে জড়িত রয়েছেন এমনসব তরুণ আলেমের এই উদ্যোগ বাস্তবায়ন হলে সেটি হবে একটি যুগান্তকারী দলিল।
সংশ্লিষ্টরা জানান, কাজটি কঠিনসাধ্য। তবে সবার আন্তরিক সহযোগিতা পেলে এটি সম্পন্ন করা সহজ হবে। উদ্যোক্তাগণ ফরীদপুরের মাদরাসাসমূহকে তাদের মাদরাসার তথ্য এই বইয়ে উল্লেখ করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছেন তারা।
যোগাযোগ- মুফতি বেলায়েত হুসাইন 01778063436, হাফেজ আবরারুল হক, খাবাসপুর মাদরাসা 01745954576, মাওলানা সাইফুল ইসলাম, নগরকান্দা-01617118838। মুফতি হাসীবুল্লাহ সাবীর, বোয়ালমারী 01731100033, আশিক লিমন, বোয়ালমারী 01741813670। ইমেইল: [email protected]
-এটি